গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।
শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যলায় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ চন্দ্র, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কৃষকলীগের নেতাকর্মীরা।
উম্মে কুলসুম স্মৃতি ডেইলি বাংলাদেশকে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যদি আমাকে মনোনীত করেন, তাহলে নির্বাচন করবো। আর যদি মনোনীত না করেন, তাহলে করবো না। এই গাইবান্ধার কৃষকরা সারের জন্য আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। আমি যদি মনোনয়ন পাই নেত্রী, যদি আমাকে মনোনীত করেন, তাহলে আমার প্রথম কাজ হবে কৃষকের জীবনমান উন্নয়নসহ কৃষকের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী) আসনের সাবেক এমপি ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর শুক্রবার রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১ থেকে বিকেলে পাঁচ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে।
এছাড়া বাগেরহাট-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিজানুর রহমান জনি সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক। যশোর-৬ উপনির্বানের একটি মনোনয়ন ফরম বিক্রি হলেও ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম বিক্রি হয়নি একটিও।
আজকের বাজার/এমএইচ