কলকাতায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলাম হয়েছে। তার পর দিনই একটি ফ্যান্টাসি গেমসের অনুষ্ঠানে এসে আসন্ন আইপিএলের নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। মজার বিষয় হচ্ছে গাঙ্গুলির সেরা এই একাদশ জায়গা হয়নি আইপিএলে সর্বোচ্চ দাম পাওয়া অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
কলকাতায় আইপিএলের নিলামে সাড়ে ১৫ কোটি টাকায় অজি পেসার প্যাট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু দলের ভারসাম্য ঠিক রাখতে কামিন্সকে দলে রাখলেন না গাঙ্গুলি। তবে কলকাতার কামিন্সের মতো একজন পেসার খুব দরকার ছিল। ইডেন গার্ডেন্সে পেস এবং বাউন্স উইকেটে কামিন্স খুব কার্যকরী হবে বলে মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক।
সৌরভ গাঙ্গুলির আইপিএল একাদশ
ঋষভ পন্থ (দিল্লি ক্যাপিটালস)
রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)
ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ)
বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
শুভমন গিল (কলকাতা নাইট রাইডার্স)
রিয়ান প্রয়াগ (রাজস্থান র্যায়েলস)
আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)
মার্কাস স্টোয়িনিস (দিল্লি ক্যাপিটালস)
রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস)
জাসপ্রীত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)
জোফরা আর্চার (রাজস্থান র্যায়েলস)
এই দল বেছে নেওয়ার পর গাঙ্গুলি মজা করে বলেন তিনিই হবেন এই দলের ক্যাপ্টেন, কোচ কাম মেন্টর।
আজকের বাজার/আরিফ