ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে আইসিইউ’তে রাখ হয়েছে।
গাঙ্গুয়া অনেকদিন ধরেই অসুস্থ, কয়েক বছরে দফায় দফায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে হৃদরোগের সমস্যায়। মাঝখানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু সম্প্রতি তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে স্ট্রোক করলে তার ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হলে তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।
গাঙ্গুয়া প্রায় ৪১ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় কেরেছেন। তিনি গাঙ্গুয়া নামে পরিচিত হলেও তার আসল নাম মোহাম্মদ পারভেজ। গাঙ্গুয়া প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে অভিনেতা জসীমের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। তার এই গাঙ্গুয়া নামটি রেখেছিলেন চিত্রনায়ক জসিম।
গাঙ্গুয়া তার অভিনয় জীবনে কাজ করেছেন প্রায় আট’শ সিনেমায়।
আজকের বাজার/লুৎফর রহমান