গাছের সঙ্গে ধাক্কা দিয়ে লেগুনা যাত্রী নিহত

Rajshahi

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিয়ে শফিকুল ইসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৫০) উপজেলার রাতাহারি গ্রামের আমজাদ আলীর ছেলে।

শনিবার (২৬ মে) দুপুর ১টার দিকে গোদাগাড়ী-আমনুরা সড়কের দিগরাম ঘুন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লেগুনাটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

আজকের বাজার/আরআইএস