সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সড়কের পাশে থাকা গাছগুলোতে অবাধে পেরেক দিয়ে লাগানো হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক সাইনবোর্ড। গাছে পেরেক দিয়ে পোস্টার, সাইনবোর্ড, ফেস্টুন বা ব্যানার লাগানোতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া ব্যহত হওয়ার পাশাপাশি জীবনী শক্তি নষ্ট হয়ে মরে যাচ্ছে অনেক গাছ। নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য।
কুমিল্লা সবুজ আন্দোলনের সভাপতি কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি বলেন, দিন দিন গাছ কমে যাওয়ায় পরিবেশ হুমকির মুখে পড়ছে। পেরেক দিয়ে সাইনবোর্ড লাগানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছগুলো। এর ফলে হুমকিতে রয়েছে ভবিষ্যত প্রজন্ম। গাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন জানান, গাছে পেরেক দেয়ায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। সিটি করপোরেশন এলাকার সকল গাছের সাইনবোর্ড অচিরেই অপসারণ করা হবে জানালেন এ কর্মকর্তা। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান