কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের জাম গাছ থেকে পড়ে আহত হয়েছেন।
তারা হলেন- ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন এবং আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দীপু কুমার পাল ও কামাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল সন্ধ্যা ৬টার দিকে উপাচার্যের বাসভবনের কাছে জাম পাড়তে গাছে উঠেন। এক পর্যায়ে ডাল ভেঙে কামাল নিচে পড়ে গেলে রাকিব ও দীপু তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু ভাঙা ডালটি তাদের ওপর পড়লে তিনজনই গুরুতর আহত হন।
পরে শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে ইবি কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যায়।
ইবি কেন্দ্রীয় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এসএম শাহেদ বলেন, উন্নত চিকিৎসার জন্য কামাল ও দীপুকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ