গাজায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হচ্ছে।
গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস রোববার এ কথা জানিয়েছে।
কোম্পানিটি এক্সে(সাবেক টুইটার) জানিয়েছে, রিয়েল টাইম নেটওয়ার্ক ডাটা থেকে বুঝা যাচ্ছে গাজা উপত্যকায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হচ্ছে।
এছাড়া বার্তা সংস্থা এএফপি’র একজন কর্মী বলেছেন, তিনি ইন্টারনেট ব্যবহার এবং লোকজনের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন।
গাজায় ইন্টারনেট সংযোগ চালু হচ্ছে: নেটব্লকস
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2023/10/image-112086-1698552536.jpg)