হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ফিলিস্তিন যোদ্ধা ও ইসরাইলের মধ্যে যুদ্ধের ৯৯তম দিনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে মোট ২৩,৮৪৩ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৬০,৩১৭ জন আহত হয়েছে।
তারা আরো জানায়, গাজায় ইসরাইলি হামলায় বহু ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তুপের মধ্যে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়া অবস্থা রয়েছে।