গাজায় ইসরাইলি হামলায় ৭ ত্রাণ কর্মী নিহত হওয়ায় চীনের নিন্দা

চীন মঙ্গলবার বলেছে, তারা গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি দাতব্য সংস্থার সাতজন ত্রাণ কর্মী নিহত হওয়ার ঘটনায় মর্মাহত হয়েছে। এ হামলার হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। গাড়ি থেকে ফিলিস্তিনের নাগরিকদের জন্য জরুরি খাদ্য সহায়তা নামানোর সময় এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘চীন বেসামরিক নাগরিক ও বেসামরিক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এমন সব কাজের বিরোধিতা করে।’
তিনি আরো বলেন, ‘গাজায় আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের ওপর হামলায় আমরা মর্মাহত এবং এর নিন্দা জানাচ্ছি।’ (বাসস ডেস্ক)