গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার বলেছে, ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই চিকিৎসক নিহত হয়েছেন। তারা সম্পর্কের দিক থেকে পিতা ও পুত্র। খবর এএফপি’র।
সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি হামলা নিহত চিকিৎসক মুহাম্মদ নিমর কাজাত এবং তার ছেলে চিকিৎসক ইউসেফের লাশ উদ্ধার করে তাদেরকে দেইর আল-বালাহতে আল-আকসা মারটিয়ার্স হসপিটালে স্থানান্তর করা হয়।’ (বাসস ডেস্ক)