গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।
টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, এই মানুষগুলো পানির জন্য হাঁটছিলেন। আরও বেশ কয়েকজন আহত ফিলিস্তিনীকে আল আহলি হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা উপত্যকা-ভিত্তিক কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখ-ে আকস্মিকভাবে আক্রমণ শুরু করে। গাজা সীমান্তের কাছে বসবাসকারী অনেক ইসরায়েলি কিবুতজ বাসিন্দাকে হত্যা করে এবং শিশু, বৃদ্ধ এবং মহিলাসহ ২৪০ জনেরও বেশি ইসরায়েলিকে অপহরণ করে। জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হামাস হামলা চালায় বলে দাবি করছে।
ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে ও ছিটমহল, লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালায়। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। (বাসস/তাস)