হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭০৮ জনে।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় আরো ১২৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে মোট ৬৭ হাজার ১৪৭ জন।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়। এ সময়ে এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে। ইসরায়েলও একইদিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে। (বাসস ডেস্ক)