গাজায় নতুন করে ইসরায়েলী হামলায় ২৪০ জন নিহত

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার শনিবার বলেছে, শুক্রবার যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ভূখন্ডে ২৪০ জন নিহত হয়েছে।
গাজা উপত্যকার সর্বত্র ‘শত শত বিমান হামলা, কামান ও নৌবাহিনীর বোমাবর্ষণে’ আরও ৬৫০ জন আহত হয়েছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী ‘বিশেষকরে খান ইউনিসকে টার্গেট করেছে। সেখানে তাদের কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে।’ এসব বাড়িঘরে বাসিন্দারা অবস্থান করছিল।