হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস সময় ধরে চলা যুদ্ধে কমপক্ষে ৩৩ হাজার ৩৭ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলা চালানো ও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছে। (বাসস/এএফপি)