গাজার এক শীর্ষ কর্মকর্তা রোববার সাহায্যের গতি বাড়াতে মিশরকে ‘চূড়ান্ত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনে দ্রুত সাহায্য পৌঁছানোর গতি নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানালেন। খবর এএফপি’র।
হামাসের পলিটব্যুরোর সদস্য মুসা আবু মারজুক এক বিবৃতিতে বলেন, গাজার এমন পরিস্থিতিতে মিশরের নীরব দর্শক হয়ে থাকা উচিত নয়। এক্ষেত্রে ‘আমরা আশা করছি মিশর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে যাতে দ্রুত গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেবে।’
গাজার বাসিন্দারা খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানির গুরুতর সংকটে ভুগছে যা মৃত্যুর কারণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সাহায্য সংস্থাগুলো।