ইসরাইয়েলি হামলার ফলে গাজা উপত্যকার কমপক্ষে ২২টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিন সরকারের প্রেস সার্ভিস এ কথা জানিয়েছে। খবর তাস’র।
গাজা উপত্যকা সরকারের প্রেস সার্ভিস ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেছে, গাজায় ‘ইসরায়েলি আগ্রাসনের কারণে’ সেখানের ২২টি হাসপাতাল এবং ৪৯টি চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ওই বার্তায় আরো বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় ৫৩টি অ্যাম্বুৃেলন্সে লক্ষ্য করে হামলা চালায়।
চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। হামাসের দাবি তাদের এ হামলা হচ্ছে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি রাষ্ট্রের হামলার একটি প্রতিক্রিয়া।
ইসরায়েল গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে অবরোধ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি লেবানন এবং সিরিয়ার সুনির্দিষ্ট কিছু এলাকায় হামলা শুরু করে। পশ্চিম তীরেও সংঘর্ষ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।