ইসরাইলী সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার বলেছেন, শেষ জঙ্গি হাতের মুঠোয় না আসা পর্যন্ত গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে।
এ হাসপাতালে গত কয়েকদিনের তুমুল লড়াইয়ে ১৭০ ফিলিস্তিনী জঙ্গি নিহত এবং জিজ্ঞাসাবাদের জন্যে কয়েকশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রেক্ষিতে ইসরাইলের সামরিক বাহিনীর মেজর জেনারেল ইয়ারন ফিংকেলম্যান শনিবার এক মন্তব্যে বলেছেন, আমরা এ অভিযান অব্যাহত রাখছি। আমরা এ অভিযান তখনই শেষ করবো যখন জীবিত কিংবা মৃত যে কোন ভাবেই শেষ জঙ্গিটি আমাদের হাতে আসবে।
তিনি আরো বলেছেন, হাসপাতালে চিকিৎধীন অসুস্থ ও আহতদের হাসপাতালের নির্দিষ্ট ভবনে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরাইল পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।