মিশর গাজা কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা সোমবার থেকে রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেবে। ফিলিস্তিন ভূখন্ডের হামাস সরকারের এক মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
রোববার সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বোজোম বলেন, ‘মিশর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে রাফাহ সীমান্ত কাল (সোমবার) থেকে বন্ধ থাকবে।’
মিশরের বিভিন্ন হাসপাতালে গাজার আহত নাগরিকদের চিকিৎসার এবং দেশটিতে ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে গত মে মাসে গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেয়া হয়।
ইসরাইলের ১১ দিনের ব্যাপক বিমান হামলার পর এ সীমান্ত মিশর খুলে দেয়।
মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হওয়ায় ১১ দিনের এ যুদ্ধের অবসান ঘটে।
গাজার পূর্বাঞ্চলীয় সীমান্তে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সপ্তাহান্তের সহিংসতার পর মিশর রাফাহ সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়।