ইসরাইলের সামরিক বাহিনী শনিবার গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে।
গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে ইসরাইল এ হামলা চালায়।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা গাজার ক্ষমতাসীন দল হামাসের ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।
এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হামাসের প্রশিক্ষণ কেন্দ্র ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র।
এর আগে শুক্রবার রাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। এ রকেট নিক্ষেপের দায় গাজার কোন গ্রুপই স্বীকার করেনি।
হামাস ২০০৭ সালে গাজার দায়িত্ব নেয়ার পর ইসরাইল এ অঞ্চলের সাথে নৌ ও স্থল সীমান্ত বন্ধ করে রেখেছে।
উল্লেখ্য, ইসরাইল ও হামাসের মধ্যে এ পর্যন্ত তিনদফা য্দ্ধু সংঘটিত হয়।