গাজায় ইসরাইলী বিমান হামলা

ইসরাইলী বাহিনী শনিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলে হামাস অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
ফিলিস্তিনী অঞ্চল থেকে রকেট ছোঁড়ার জবাবে ইসরাইল এ হামলা চালিয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সংবাদ মাধ্যমকে এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, তারা হামাস নিয়ন্ত্রিত গাজায় এ মুহুর্তে হামলা চালাচ্ছে।
এদিকে ফিলিস্তিনী সূত্রে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুসের পশ্চিমে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের অবস্থান লক্ষ্য করে ইসরাইলী যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়েছে।
শনিবার সকালে গাজা উপত্যকা থেকে দুটি রকেট ছোঁড়া হয়। রকেট দুটি তেলআবিব উপকূলীয় ভূমধ্যসাগরে পড়ে।