হামাস নিয়ন্ত্রিত গাজা উপক্যতায় রোববার সকালে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।
এর কয়েক ঘন্টা আগে গাজা থেকে ইসরাইলে তিনটি রকেট হামলা চালানো হয়।
হামাস কর্মকর্তারা জানান, গাজার উত্তরাঞ্চলে তাদের সামরিক শাখা আল কাশাম ব্রিগেডের দুটি স্থাপনা এবং পশ্চিমে অপর এক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল এসব হামলা চালায়।
তবে তাৎক্ষণিতভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে শনিবার রাতে ফিলিস্তিনিরা গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে যে তিনটি রকেট হামলা চালায় তাতে তিনব্যক্তি আহত হলেও ভবন বা অন্য কোন কিছু ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।