গাজায় ইসরাইলের বিমান হামলায় ২ কিশোর নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২ জন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। এতে আরও ১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আল জাজিরার।

২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত দিনের বেলাতে গাজায় চালানো সবচেয়ে বড় মাপের ইসরাইলি বিমান হামলা ছিল বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় শনিবার গাজা উপত্যকার আল-কুতাইবা এলাকায় আমির আল-নিমরি (১৫) ও লুয়ায় কাহিল (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে। তারা হামলায় প্রাপ্ত আঘাতে মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মারাম হুমাইদ নামে গাজার এক সাংবাদিক জানান, আল-কুতাইবার পাশেই একটি পার্ক আছে, যেখানে সপ্তাহান্তে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে যান। বিশেষ করে গ্রীষ্মকালে। আর একারণেই এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

আজকের বাজার/একেএ