গাজায় বুধবার রাতে ইসরাইলের বিমান হামলায় এক শিশু ও তার অন্তঃসত্ত্বা মা-সহ তিনজন নিহত হয়েছে।
গাজায় হামাস কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার মধ্যাঞ্চলীয় জাফরাউইতে ইসরাইলী বিমান হামলায় অন্তঃসত্ত্বা এনাস খামাস (২৩) ও তার ১৮ মাসের মেয়ে বায়ান নিহত এবং তার স্বামী আহত হয়েছে। এই হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ইসরাইল এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
তবে তারা জানিয়েছে, তারা গাজা ভূখণ্ডের হামাসের প্রায় ১শ সামরিক লক্ষবস্তুতে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, সন্ধ্যা থেকে রাতব্যাপী গাজা ভূখন্ড থেকে ইসরাইলে রকেট হামলার জবাবে ইসরাইল এ হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অস্ত্র কারখানা, প্রশিক্ষণ শিবির ও অত্যাধুনিক অস্ত্র কেন্দ্র রয়েছে।
বুধবার সন্ধ্যায় গাজা সিটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে। এছাড়াও এতে আরো ১২ জন আহত হয়েছে।
আজকের বাজার/একেএ