গাজায় ইসরায়েলি বিমান হামলায় মা ও মেয়েসহ নিহত ৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন গর্ভবতী নারী, তার এক বছর বয়সী মেয়ে এবং এক হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, পৃথক ঘটনায় তারা নিহত হয়েছেন। খবর ইউএনবি।

নিহতরা হলেন- হামাস যোদ্ধা আলী ঘান্দোর, ২৩ বছর বয়সী এনাস খামাস ও তার মেয়ে বেয়ান। ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান তীব্র সহিংসতার মধ্যে এ হত্যার ঘটনা ঘটলো।

গত বুধবার গাজার জঙ্গিরা ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় বেশ কয়েকটি হামাস লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

আজকের বাজার/এমএইচ