ফিলিস্তিনের ৩০টি সামরিক আস্তানায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
মঙ্গলবার (২৯ মে) গাজায় এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের ২৭টি মর্টার শেল নিক্ষেপের পাল্টা জবাব দিতেই এ হামলা চালানোর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, মর্টার শেলের আঘাতে অন্তত তিন ইসরায়েলি আহত হয়েছেন। তবে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত ১৪ মে তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনায় গাজা উপত্যকায় ব্যাপক বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলি ও টিয়ার শেলে অন্তত ১১০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটে।
আরজেড/