গাজায় ইসরায়েলের ট্যাংক হামলা, নিহত ১

গাজায় ইসরায়েলি ট্যাংক হামলায় এক ফিলিস্তিনি কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

গাজার দক্ষিণে খান ইউনিস শহরে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার বিবিসি জানিয়েছে।

ইসরায়েল সীমান্তে ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ফিলিস্তিনিরা। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এই কর্মসূচিটি শুক্রবার থেকে শুরু হওয়ার কথা। এ উপলক্ষে সীমান্ত এলাকায় তাবুও নির্মাণ করেছে ফিলিস্তিনিরা। এই বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েল এই হামলা চালালো।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়ার আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় এই ট্যাংক হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ওই ব্যক্তির নাম ওমর সামুর (২৭)।

বিবিসির স্থানীয় সংবাদদাতা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, নিহত ওই তরুণ ও আহত ব্যক্তি তাদের ক্ষেত থেকে শাক সংগ্রহ করছিলেন। এসময় তাদের লক্ষ্য করে ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করা হয়।

আরএম/