গাজার পূর্বাঞ্চলীয় উপত্যকা ও ইসরাইল সীমান্তের মাঝে শুক্রবার ইসরাইলী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৪১ জন। চিকিৎসা কর্মীরা একথা জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পূর্বাঞ্চলে ইসরাইলী সৈন্যদের গুলিতে সাদাই আকরাম মুয়ামার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
তিনি এর আগে বলেছিলেন, করিম আবু ফাতায়ের নামে ৩০ বছর বয়সী আরেকজন ফিলিস্তিনী ইসরাইলী সৈন্যদের গুলিতে নিহত হয়েছে। ইসরাইলী সৈন্যরা তাকে গাজা ভূখ-ের মধ্যাঞ্চলের শরণার্থী শিবির আল-বুরেইজ এর পূর্বাঞ্চলে গুলি করে হত্যা করেছে।
তিনি আরও জানান, গাজা ভূখ-ের পূর্বাঞ্চলে ইসরাইল বিরোধী এই বিক্ষোভকালে আরো ২৪১ জন আহত হয়েছে।
আজকের বাজার/এমএইচ