গাজা কর্তৃপক্ষ শনিবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে। সম্প্রতি এ অঞ্চলে করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফা ক্রসিংয়ের এক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশানে থাকা ৭৭ বছর বয়সী ফাদিলা মোহাম্মদ আবু রাইদা মারা গেছেন।
গাজায় সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সম্প্রতি রাফা ক্রসিং দিয়ে প্রায় ১৫শ ফিলিস্তিনী মিশর থেকে এবং কিছু সংখ্যক ইসরাইল থেকে ফিরে এসেছে। তাদের সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিন্তু তাদের মধ্যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারই শনাক্ত হয়েছে ২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন।
এদিকে গাজা অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপসমূহ শিথিল করা হয়েছে। রেস্তোরাঁ ও ক্যাফেসমূহ খোলার অনুমতি দেয়া হয়েছে।
তবে, গাজা শাসন করা হামাসের একজন সিনিয়র কর্মকর্তা খালিল আল হায়া সংবাদ সম্মেলনে জানান, কর্তৃপক্ষ কারফিউ জারির কথা ভাবছে। এছাড়া, অন্তত জুনের শেষ নাগাদ মিশর সীমান্ত বন্ধ করে দেয়া হবে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় মহামারি করোনা ছড়িয়ে পড়ার পরিণাম হবে ভয়াবহ। কারণ, ২০০৭ সাল থেকে ইসরাইলী অবরোধে থাকা গাজায় দারিদ্র্যের হার উচ্চ এবং স্বাস্থ্য ব্যবস্থা দূর্বল।