গাজায় স্বাস্থ্য সেবা সরঞ্জামাদি না থাকায় ৫০০ অপারেশন বন্ধ

ছবি : ইন্টারনেট

স্বাস্থ্য সেবা সরঞ্জামাদি সরবরাহ না থাকায় গাজার বিভিন্ন হাসপাতালের ৫০০অপারেশন আটকে রয়েছে। যেসব কোম্পানি এসব সরঞ্জামাদি সরবরাহ করতো তারা এখন তা বন্ধ রেখেছে বলেই অপারেশন করা সম্ভব হচ্ছেনা। খবর মিডল ইস্ট মনিটরের।

কোম্পানিগুলোর অভিযোগ, হাসপাতালগুো দীর্ঘ পাচঁ মাস ধরে তাদের বিল পরিশোধ করছেনা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসরাাফ কেদরার বরাত দিয়ে  সংবাদ মাধ্যমটি বলছে, হাসপাতালগুলোতে স্বাস্থ্য পরিসেবা স্থগিত থাকায় চতুর্থ দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ আছে।

তিনি আরো জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও দন্ত্য চিকিৎসা এবং লেবরেটরির বিভিন্ন পরীক্ষাও আটকে আছে।

আজকের বাজার :আরজেড/আরএম/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮