গাজায় হামাসের অবস্থান লক্ষ্যকরে ইসরাইলি বাহিনী গতরাতে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন ভূখন্ড থেকে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা চালানোর জবাবে এ বিমান হামলা চালানো হয়। রোববার দেশটির সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা গাজা ভূখ-ের দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় জঙ্গি গোষ্ঠী হামাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্যকরে হামলা চালিয়েছে।
ইসরাইলী সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি দৈনিক হারেজ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কিসুফিমের কিবুজের কাছে গাজার সীমান্ত প্রাচীর ভেদ করে চার ফিলিস্তিনী ‘দাহ্য পদার্থ ভর্তি বোতল নিয়ে’ ইসরাইলে ঢুকে পড়ার চেষ্টা করে । এর জবাবে এ বিমান হামলা চালানো হয়।
ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, তারা সীমান্ত বেড়া জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে।
এমআর/