গাজা আলোচনায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলী গোয়েন্দা প্রধান

গাজায় পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলী গোয়েন্দা প্রধানগণ দোহায় পোঁছেছেন।
মঙ্গলবার একটি সূত্র থেকে এ কথা জানা গেছে।
সূত্র আরো জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বিল বার্নস এবং ইসরায়েলের মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ারের সাথে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির বৈঠকের কথা রয়েছে।
মিসরের কর্মকর্তারাও এ বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
বৈঠকের স্পর্শকাতরতার কথা বিবেচনায় নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্র বলেছে, বর্ধিত মানবিক যুদ্ধবিরতির বিষয়ে আরো অগ্রগতির উদ্দেশ্য নিয়ে তারা বৈঠকে বসছেন।
উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে কাতার। আর কাতারের সাথে রয়েছে যুক্তরাষ্ট্র ও মিসর।
গাজায় প্রথমে চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে এর মেয়াদ আরো দু’দিন বাড়ানোর ঘোষণা দেয় কাতার।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ’ ইসরায়েলী প্রাণ হারায়। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।