গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোরে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন,এর ঘন্টা দুয়েক আগে এ অঞ্চল থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়।
স্থানীয় সময় ভোর ছয়টার কিছু পরে উত্তরাঞ্চলীয় গাজা শহরের একটি সুনির্দিষ্ট অবস্থান থেকে কালো ধোঁয়ার কুন্ডলী উপরে উঠতে দেখা গেছে।
এর কিছু পরই প্রেসে পাঠানো এক বিবৃতিতে ইসরাইলী সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর কথা জানায়।