গাজা উপত্যকার কেন্দ্রস্থলে বৃহস্পতিবার সকালে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোঁড়া রকেট প্রতিহত করার কয়েক ঘন্টা পর ইসরাইল এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে।
স্থানীয় নিরাপত্তা সূত্রসমূহ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম হামলা চালানো হয় এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে অন্তত সাতবার হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনের ইসলামী মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল মাগাযীতে প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।
গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাশাম ব্রিগেডের অপর এক প্রশিক্ষণ কেন্দ্রে ইসরাইল দ্বিতীয় দফায় হামলা চালায়।
ইসরাইলের প্রথম বিমান হামলার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাল্টা কয়েকটি রকেট হামলা চালানো হয়।
জনবহুল গাজায় ২০০৭ সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর থেকে একে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। গাজার জনসংখ্যা বর্তমানে ২৩ লাখ।