গাজা উপত্যকা থেকে বৃহস্পতিবার ইসরাইলের সীমান্তবর্র্তী শহর ডারোটে রকেট হামলা চালানো হয়েছে। রকেটটি একটি ফাঁকা ভবনে আঘাত হানে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ডারোট শহর লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে এ রকেট হামলা চালানো হয়।
এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ইসরাইলি পুলিশ নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, শক্তিশালী রকেটের আঘাতে ভবনটির অনেক ক্ষতি হয়েছে।
এক শিক্ষার্থী ইসরাইলি সংবাদমাধ্যমকে বলেন, রকেটটি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানে। এ সময় সেখানে কেউ ছিল না।
শালম খালন বলেন, ‘আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে মাত্র দু’মিটার দূরে রকেটটি পড়ে।’
এদিকে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, গাজার দক্ষিণাঞ্চলে হামাসের একটি ঘাঁটির বিভিন্ন বাঙ্কারে ইসরাইল বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটলো। তবে সেখানে ইসরাইলের ওই বিমান হামলায় কেউ হতাতহত হয়নি।