গাজা নিয়ে সিআইএ প্রধান ইসরায়েল, মিশর, কাতারের কর্মকর্তাদের সাথে প্যারিসে বৈঠক করবেন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইসরায়েল ও মিশরের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর সাথে ‘আগামী কয়েক দিনের মধ্যে প্যারিসে’ গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করবেন। একটি নিরাপত্তা সূত্র শুক্রবার এএফপি’কে এ কথা জানিয়েছে।

আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি দেশ ওয়াশিংটন পোস্ট এবং অন্যান্য আউটলেটের রিপোর্টগুলো নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য সিআইএ প্রধান উইলিয়াম বার্নসকে পাঠাচ্ছেন।

হোয়াইট হাউস বলেছে, বাইডেন শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সাথে গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।
নভেম্বরে এক জিম্মিকে মুক্ত করতে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

হোয়াইট হাউস শুক্রবার বলেছে,ওয়াশিংটন গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে আরেকটি চুক্তি নিয়ে কাজ করছে। তবে ‘শিগগির জিম্মি মুক্তির সম্ভাবনা’ নেই।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘দ্রুত জিম্মি মুক্তির আশা করা উচিত হবেনা।’ (বাসস ডেস্ক)