গাজা সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরাইলি সৈন্যদের গুলিতে গুরুতর আহত ফিলিস্তিনী কিশোর মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বুধবার সন্ধ্যায় মোহাম্মদ গাসান আবু দাকা নামের ওই কিশোর মারা গেছে। খান ইউনিসে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে সে গুরুতর আহত হয়।’
৩০ মার্চ গাজা সীমান্তে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৩ ফিলিস্তিনী নিহত হয়েছেন।
এই সংঘর্ষ সহিংসতায় কোন ইসলাইলি নিহত হয়নি।
আরজেড/