ইসরায়েল জানিয়েছে তারা গাজা উপত্যকার সাথে থাকা সীমান্তের বেড়া শক্তিশালী করার কাজ শুরু করেছে। পুরো অঞ্চল জুড়ে তৈরি করছে ছয় মিটার (২০ ফুট) উচ্চতার ইস্পাতের প্রতিবন্ধকতা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্তের নিচে হামাসের সুড়ঙ্গ নির্মাণে বাধা দিতে তৈরি ভূগর্ভস্থ দেয়ালের পাশাপাশি তারা ভূমির ওপরে প্রতিবন্ধকতা নির্মাণের কাজ শুরু করেছেন।
গাজা সীমান্তে কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের গণবিক্ষোভের পর এ বেড়া নির্মাণ শুরু হলো। গত মার্চে বিক্ষোভ শুরু হওয়ার পর প্রায় ১৯০ জন ফিলিস্তিনি ইসরায়েলিদের গুলিতে নিহত হয়েছেন। সেই সাথে গত জুলাইয়ে এক ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা মারা গেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন বেড়া গাজা থেকে ‘সন্ত্রাসীদের’ তাদের এলাকায় প্রবেশ রোধ করবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ