গাজা সীমান্তে ইসরায়েলের সেনাদের গুলিতে দুই বালকসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ডজন খানেক। খবর ইউএনবি’র।
শুক্রবার গাজার ক্ষমতাসীন দল হামাসের আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার ফিলিস্তিনি সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।
এসময় ইসরায়েলের সেনাবাহিনী তাদের ওপর গুলি চালালে শতাধিক বিক্ষোভকারী আহত হয়। গুলির আঘাতে সাতজন মারা যায়। নিহতদের মধ্যে ১২ ও ১৪ বছর বয়সী দুই বালক ছিল।
উল্লেখ্য, হামাসের নেতৃত্বে গত মার্চ মাস থেকে নিয়মিতভাবে সীমান্তে বিক্ষোভের আয়োজন করা হয়।
ছয় মাস ধরে চলমান বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত প্রায় দুইশ’ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।
হামাসের সিনিয়র নেতা ইসমাইল রাদওয়ান বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সীমান্তে গণবিক্ষোভ চলমান থাকবে।
আজকের বাজার/এমএইচ