গাজীপুরে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি নির্বাচনের ভোট শেষ হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে জালভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সাত কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ নির্বাচনে ৪২৫ কেন্দ্রে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। সাত মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৫৪ সাধারণ কাউন্সিলর ও ৮৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে গাজীপুর সিটির মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার।

আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম সবাইকে গাজীপুর বাসীর রায় মেনে নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, অনিয়েমের অভিযোগে   নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আরজেড/