গাজীপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। সিটির বোর্ডবাজার ও শ্রীপুর উপজেলার জৈনাপবাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল বৃহহস্পতিবার রাতে এবং আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামুড়হাট উপজেলর মশৈক এলাকার মৃত. মান্নান মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮)। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে রিকশা চালাতেন বলে জানা গেছে। নিহত অপর ব্যক্তির নাম সুজন মিয়া (১৪)। সে ময়মনসিংহের তারাকান্দা থানার কানোয়ার এলাকার সামসুদ্দিনের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান জানান, বোর্ডবাজার এলাকায় বাসা ভাড়া থেকে রিকশা চালাতেন মিলন। শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে তিনি রিকশা নিয়ে বের হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি বাস তার রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তবে ওই বাসটি আটক করা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ