রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ, নিরাপদ সড়ক ও নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে বুধবার (০১ আগস্ট) গাজীপুরে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধের কারণে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে রয়েছেন হাজার হাজার যাত্রী।
পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট, কোনাবাড়ি এবং চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভে নামে বিভিন্ন কলেজ, স্কুলের শত শত শিক্ষার্থী। এসময় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।
ফলে এই দুই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছে।
আজকের বাজার/এমএইচ