গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়িয়াবহ এলাকায় শনিবার ভোরে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার নাওলা এলাকায় গরু চুরি করতে যায় একটি সংঘবদ্ধ দল। দলের সদস্যরা নাওলার পাশের গ্রাম বরিয়াবহ’র আব্দুস সামাদের বাড়িতে গরু চুরির প্রস্তুতি নিলে এলাকাবাসী তাদেরকে দেখে ধাওয়া দেয়। এসময় দুজন ধরা পড়েন। বাকিরা পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মজুমদার বলেন, ধরাপড়া দুই ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপরজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনিও সেখানে মারা যায়।
নিহতরা গরু চুরি করতে এসে উত্তেজিত জনতার পিটুনিতে নিহত হয়েছে প্রাথমিকভাবে এমন তথ্য জানিয়ে ওসি আরও বলেন, তাদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণও করা হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ