গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে ২৩০০ প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

জেলার কালীগঞ্জে স্থানীয় ২ হাজার ৩০০ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বৃহস্পতিবার বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, রুহিদ হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

জানা গেছে, ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের প্রতি জনকে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। (বাসস)