গাজীপুরের পূবাইলের দেওয়ান মার্কেটে অগ্নিকান্ড

মহানগরীর পূবাইল এলাকায় একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একটি দোকানের উপর দিয়ে ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া থেকে সৃষ্ট আগুনের তীব্রতা বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, রাতে পূবাইলের একটি মার্কেটে অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর সদর ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে দায়িত্বরত স্টেশন অফিসার রাশিদ উদ্দিন খালিদ জানান, গাজীপুরের পুবাইলে একটি মার্কেটে রাত ১১টার দিকে লাগা আগুন রাত ১২টা ৪১ মিনিটে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। (বাসস)