গাজীপুরে অজ্ঞানপার্টির কবলে ৮, সবাই হাসপাতালে ভর্তি

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে ৮ যাত্রীকে রাস্তায় ফেলে দিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

বুধবার (১১ জুলাই) এবং বৃহস্পতিবার (১২ জুলাই) তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার প্রবীর কুমার জানান, বৃহস্পতিবার ভোরে পাঁচজনকে জেলার কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে এবং বুধবার রাত ৮টায় কালিয়াকৈর বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, তাদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। বাকী পাঁচজন বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত অচেতন থাকায় পরিচয় জানা যায়নি।

উদ্ধার হওয়া টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা এলাকার আমির আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান (৫৫), তার ছোটভাই লুৎফর রহমান (৪৫) এবং একই এলাকার আব্দুল কুদ্দসের ছেলে মোস্তফা (৪০) ধানের আড়ৎদারের ব্যবসা করেন।

তারা জানান, টাঙ্গাইল থেকে কালিয়াকৈর আসার পথে তাদের তিনজনকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়। তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা মোবাইলসহ সব নিয়ে মহাসড়কের পাশে ফেলে যায়।

আজকের বাজার/এমএইচ