গাজীপুরে আক্রান্তের হার সবচেয়ে বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রথম থেকেই ঢাকা ও নারায়ণগঞ্জে মৃত্যু এবং শনাক্তের হার সব থেকে বেশি। কিন্তু গত ২৪ ঘন্টায় গাজীপুরে করোনায় আক্রান্তের হার বাড়ছে। নতুন আক্রান্ত ৪৯২ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৯ দশমিক ৫ শতাংশ রোগী গাজীপুরের।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ঢাকায় এবং নারায়ণগঞ্জে আগের মতোই আক্রান্তের হার অনেক বেশি আছে। তবে গাজীপুরেও আক্রান্তের হার বাড়ছে। এরপরে কিশোরগঞ্জে আছে ১৩ দশমিক ৫ শতাংশ এবং নরসিংদীতে ৬ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১০১ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৪৯২ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন দুই হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, এখন পর্যন্ত মোট সুস্থ ৮৫ জন।