কোনাবাড়ির আমবাগ এলাকায় আটটি ঝুট মালামালের গোডাউন আগুনে পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঝুট গোডাউনের মালিকদের একজন জাহাঙ্গীর আলম জানান, তার গোডাউনে দুই লাখ ২৫ হাজার টাকা নগদটাকাসহ মালামাল পুড়ে গেছে। তবে সবকটি গোডাউনে আগুনের এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সূত্র – ইউএনবি