গাজীপুরের কাশিমপুরের বাঘিয়া এলাকার একটি গর্ত থেকে সাইদুর রহমান (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুর স্থানীয় মা ব্রিক্স নামের একটি ইট ভাটার এক অংশের মালিক। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে তিনি খুন হয়েছেন।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, শনিবার সকালে বাসা থেকে বের হন সাইদুর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বাঘিয়া মাঠের কাছে একটি গর্তে তার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
তিনি বলেন, নিহতের হাত-পা বাঁধা ছিল এবং কপালে ডান দিকে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ওই গর্তে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএম/