গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভবানীপুর ফরিদ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-আব্দুল লতিফের ছেলে আতাউল্লাহ (২৬), আব্দুল সাত্তারের ছেলে আরিফুজ্জামান সুরুজ (৩৫) এবং মৃত. মজিবুরের ছেলে রায়হান (২১)। তারা সবাই স্থানীয় জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র ভবানীপুর ফরিদ মার্কেট এলাকায় আব্দুল লতিফের বাড়িতে ইয়াবা কেনাবেচা করছে । এমন খবরে রাত ৩টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১শ’ ৮৯ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।’
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। (বাসস)