গাজীপুরে ইসলামী ব্যাংকের আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘আরডিএস (ক্ষুদ্র বিনিয়োগ) ক্যাম্পেইন’ উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ ও মেলা স¤প্রতি গাজীপুরের স্থানীয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সমাবেশ ও মেলার উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল­াহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-১ এর প্রধান এ.এস.এম রেজাউল করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.এফ.এম আনিসুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল করিম মন্ডল ও ওয়ার্ড কাউন্সিলর (সংরক্ষিত) রোকসানা আহাম্মেদ রোজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখাপ্রধান মোঃ আনোয়ার হোসেন, কোনাবাড়ী শাখাপ্রধান মোঃ আবু সাঈদ, মাওনা শাখাপ্রধান মোঃ মহিউদ্দিন ও গাজীপুর সদর শাখাপ্রধান মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের গাজীপুর চৌরাস্তা, গাজীপুর সদর, কোনাবাড়ী ও মাওনা চৌরাস্তা শাখার আরডিএস গ্রাহক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।